
স্পোর্টস ডেস্ক: | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
শাহরুখ খান অভিনীত বলিউড ব্লকবাস্টার ‘চাক দে ইন্ডিয়া’। হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম সেরা স্পোর্টস ড্রামা হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল ছবিটি। কোচ কবীর সিংয়ের ভূমিকায় আজও দর্শকমনে চিরসবুজ বলিউড বাদশা। এবার বাস্তবেই খেলার মাঠে তাকে দেখা গেল কোচিং করাতে। সেটাও নিজের ছোট ছেলে আব্রাম খানকে।
রবিবার (২৮ এপ্রিল) ইডেনে সন্ধায় দেখা গেল এই দৃশ্য। আইপিএল শুরু হওয়ার পর সতেরো বছর কেটে গেছে। কিন্তু আজ পর্যন্ত যা কখনও দেখেনি কেউ, তা দেখল রবিবারের ইডেন। কেকেআর দলেল প্র্যাকটিসে প্রথমবার টিম মালিক শাহরুখ খান এলেন। সময় দিলেন প্র্যাকটিসে। সেখানে দেখা গেলে শাহরুখপুত্র আব্রামকেও। ছেলেকে নিজের হাতে কোচিং করালেন শাহরুখ খান।
ছেলেকে ক্রিকেট শেখানোর সময় শাহরুখকে বলতে শোনা গেল, ‘আব্রাম, হচ্ছে না। তুমি বুঝতে পারছো না। হাই ক্যাচ ধরার সময় শরীরকে বলের কাছে আনার চেষ্টা করো, বুঝলে? দ্যাখো, এটাকে বলে ফ্রন্টফুট ডিফেন্স। ব্যাট আর পায়ের পজিশন এ শট খেলার সময় এ রকম থাকবে। আমি যা করছি, দেখে রাখো! তুমিও ট্রাই করো, পারবে।’
ছেলের মাথায় বল লাগলে বাদশা বলতে শোনা গেল, ‘আরে, বল লাগল নাকি মাথায়? দেখি, দেখি। বলো দেখি আব্রাম, কয়টা আঙুল তোমার সামনে? একটা? নাকি দুইটা?’ বাবা ছেলের এই দৃশ্য প্রাণভরে উপভোগ করলো উপস্থিত ক্রিকেটাররা।
শাহরুখকে প্র্যাকটিস সেশনে পেয়ে উচ্ছ্বসিত ক্রিকেটাররাও। কখনও বোলার তো কখনও ব্যাটারের ভূমিকায় শাহরুখের অবতরণ। কখনও রিঙ্কু সিংয়ের বোলিংয়ে বাদশাহী শট খেলা! অবশ্য হঠাৎ এভাবে শাহরুখ খানের আগমন কি পূর্ব পরিকল্পিত? বিষয়টা এমন নয়। কেকেআর টিমের কারো কারো মতে, প্ল্যান-প্রোগ্রাম করে কিছুই হয়নি। হুট করে শাহরুখ ঠিক করেন, ইডেন আসবেন। আব্রাম নাকি চাইছিল একটু ক্রিকেট খেলতে। বিগত পাঁচ দিন ধরে শহরে বসে রয়েছেন ‘কিং খান’। তাই ছেলের সঙ্গে সময় কাটাতে ইডেনে আগমন কিং খানের।
Posted ১:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 |