প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২ | প্রিন্ট

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নুরুল আমিন (২৬) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। সোমবার (১ আগস্ট) রাতে কুতুপালংয়ের ৪নং রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নুরুল আমিন ক্যাম্পে বেসরকারি সংস্থা ‘কারিতাসে’ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নিয়ে রোহিঙ্গাদের একটি গ্রুপের রোষানলে পড়েন তিনি। পরে তাকে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

Posted ৪:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

