বিশ্ব ডেস্ক | সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট

দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় বড় ধরনের প্রতিবাদ দেখা গেছে। রবিবার কয়েক হাজার মানুষ নগরীটির রাস্তায় নেমে প্রতিবাদ জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
উচ্চ মজুরির দাবিতে ফ্রান্সের তেল শোধনাগারগুলোর কর্মীরা কয়েক সপ্তাহ ধরে ধর্মঘট পালন করছে আর এ পরিস্থিতিতে এবার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ফ্রান্সের কট্টর বামপন্থি দল লা ফঁস আসুমিজেঁর নেতা জ্য লুক মিলশঁ, চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া লেখক আনি এর্নো পাশাপাশি মিছিল করে এগিয়ে যান। মঙ্গলবার সাধারণ ধর্মঘট ডেকেছেন মিলশঁ।
রয়টার্স জানিয়েছে, মিলশঁ চারটি শ্রমিক ইউনিয়নের পদাঙ্ক অনুসরণ করে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। ওই ইউনিয়নগুলোও মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার ধর্মঘট ও প্রতিবাদের ডাক দিয়েছে। তবে ফ্রান্সের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন মধ্যপন্থি সিএফডিটি তাদের সঙ্গে যোগ দেয়নি।
ফ্রান্সের বাজেট মন্ত্রী গ্যাবরিয়েল আত্তাল বলেছেন, বামপন্থি জোট চলমান পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

Posted ৫:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৭ অক্টোবর ২০২২
nypratidin.com | Nabil Nizam







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

