
বিশ্ব ডেস্ক | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
অর্থনীতি নিয়ে নিজের ভুল পদক্ষেপের জন্য ক্ষমা চাইলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। দেশটির নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট বাজার অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে কর-হ্রাসের প্রায় সব পরিকল্পনা বাদ বাতিল ঘোষণা করার পর সোমবার লিজ ট্রাস এই ক্ষমা প্রার্থনা করেন।
দেড় মাসেরও কম সময় আগে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরই মধ্যে নিজের পদ সুরক্ষিত রাখতে বিদ্রোহীদের মোকাবিলা করতে হচ্ছে তাকে। একইসঙ্গে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে একের পর এক অপমানজনক আহ্বান সত্ত্বেও নেতৃত্বে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস।
লিজ ট্রাস বলেন, “আমি দায় স্বীকার করতে চাই এবং যে ভুলগুলো হয়েছে তার জন্য দুঃখিত… (অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী সংস্কার কাজে) আমরা অনেক দূর এবং খুব দ্রুত চলে গিয়েছিলাম।”
যাইহোক, যুক্তরাজ্যের সরকারি নীতির নিয়ন্ত্রণ এখন কার হাতে রয়েছে তা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও লিজ ট্রাস বলছেন, “তিনি এই দেশের জন্য কাজ করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।” সূত্র: বিবিসি
Posted ১:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
nypratidin.com | Nabil Nizam
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |