
বিনোদন ডেস্ক: | বুধবার, ২২ জুন ২০২২ | প্রিন্ট
ভারতের দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর চার বছরের সংসার ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা আসে গত বছরের ২ অক্টোবর। এক যৌথ বিবৃতিতে তারা তখন জানিয়েছিলেন, ‘এবার আমাদের দু’জনের পথ আলাদা। গত এক দশক ধরে আমরা আমাদের সম্পর্কে বন্ধুত্বকেই প্রাধান্য দিয়ে এসেছি। বিচ্ছেদের পথে হাঁটলেও আমাদের বন্ধুত্ব চিরকাল বেঁচে থাকবে।’
বিচ্ছেদের পর কেটে গেছে আট মাস। দুজনে কাজেও ফিরেছেন, সেইসঙ্গে স্বাভাবিক জীবনেও। এবার তাই সামনে এলো নাগা চৈতন্যর নতুন সম্পর্কে জড়ানের খবর। পিংকভিলার খবর, ‘মেজর’ ও ‘মেড ইন হ্যাভেন’ সিনেমার অভিনেত্রী শোবিতা ঢুলিপালার সঙ্গে প্রেম করছেন নাগা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, হায়দরাবারের জুবিলি হিলসে অবস্থিত তার নতুন বাড়ি দেখাতে শোবিতাকে নিয়ে গিয়েছেন নাগা। তাদের বেশ ঘনিষ্ঠভাবেই দেখা গেছে। সেখানে কয়েকঘণ্টা থাকার পর একই গাড়িতে তারা বের হয়ে যান। এছাড়া মেজর সিনেমার প্রচারের জন্য যে হোটেলে শোবিতা ছিলেন সেখানে একাধিকবার নাগাকে দেখা গেছে। এখানেই শেষ নয়, এই অভিনেত্রী এবার তার জন্মদিনও হায়দরাবাদে উদযাপন করেছেন।
সামান্থার সঙ্গে বিচ্ছেদের আট মাস পরই নতুন সম্পর্কের গুঞ্জন উঠলো নাগাকে নিয়ে। যদিও নাগা ও শোভিতা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনও।
উল্লেখ্য, ২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন নাগা চৈতন্য। পরের বছর ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ ছবিতে জুটি হয়েছিলেন সামান্থার সঙ্গে। সে বছরই কাছাকাছি আসেন তারা। পরে বিয়ে করেন চার বছর পর বিচ্ছেদও হয় তাদের।
Posted ১২:৩২ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |