
বিনোদন ডেস্ক: | শনিবার, ১৬ জুলাই ২০২২ | প্রিন্ট
বচ্চন পরিবারের মেয়ে, অভিনয়টা তার রক্তে। দাদু, দিদিমা থেকে শুরু করে মামা বাড়ির সকলেই বলিউডের এ-লিস্টার তারকা। যদিও অভিনেত্রী নয়, বাবার ব্যবসাতেই মন দিয়েছিলেন শ্বেতা বচ্চন নন্দা তনয়া। কিন্তু আচমকাই নভ্যার মনের রঙ পালটাচ্ছে!
ছবির জগতে এখনই পা না দিলেও স্ক্রিন ডেবিউটা সেরে ফেললেন তিনি। এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসাবে দেখা গেছে অমিতাভ বচ্চনের বড় নাতনিকে।
মেক-আপ ব্র্যান্ডের হয়ে প্রচার সারলেন নভ্যা। ফর্মাল পোশাকে বসে ল্যাপটপ খুলছেন নভ্যা, বসে রয়েছেন চেয়ারে। পরনে সাদা শার্ট, আর গোলাপি রঙা ব্লেজার আর প্যান্ট। বিজ্ঞাপনের টিজারে ‘নিজের মূল্য’ নিয়ে কথা বলতে শোনা যাবে এই স্টার কিডকে। এখনও সম্পূর্ণ বিজ্ঞাপনটি সামনে আসেনি। তবে ঝলকেই বাজিমাত করল নভ্যার সৌন্দর্য আর কনফিডেন্স।
টিজার শেয়ার করে নভ্যা লেখেন, ‘নিজের মূল্য আসলে কী? বিস্তারিত জানতে নজর রাখুন’।
Posted ১:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৬ জুলাই ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 |