
বিনোদন ডেস্ক: | শনিবার, ১৬ জুলাই ২০২২ | প্রিন্ট
ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী পর্দায় তুলে ধরতে যাচ্ছেন কঙ্গনা রানাউত। এই বলিউড অভিনেত্রীকে ‘ইমার্জেন্সি’ ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যাবে। এরই মধ্যে ইন্দিরা রূপে দর্শকের সামনে দেখা দিয়েছেন কঙ্গনা।
সম্প্রতি প্রকাশ করেছেন ‘ইমার্জেন্সি’র প্রথম ঝলক। যেখানে প্রন্থেটিক মেকআপে চিরচেনা কঙ্গনাকে খুঁজে পাওয়া কঠিন। ঠিক ইন্দিরা গান্ধীর অবয়বই যেন ফুটে উঠেছে প্রথম ঝলকে।ছবির লুক প্রকাশ্যে এনে এই অভিনেত্রী লিখেছেন- ‘বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী এবং বিতর্কিত নারী’।
পোস্টার প্রকাশ ছাড়াও বৃহস্পতিবার ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ছবিতে ১৯৭৫ সালের পর থেকে ভারতের জরুরি অবস্থা ফুটিয়ে তোলা হবে। এর সঙ্গে ‘অপারেশন ব্লু স্টার’-এর কাহিনিও তুলে ধরবেন কঙ্গনা। ছবির প্রধান চরিত্রে অভিনয় ছাড়াও ছবি প্রযোজনা ও পরিচালনার দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন এই অভিনেত্রী। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় ছবি।
২০২১ সালে এই ছবি নির্মাণের ঘোষণা করেছিলেন তিনি। পর্দায় ইন্দিরা রূপে নিজেকে তুলে ধরতে অস্কারজয়ী প্রন্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কির সাহায্যও নিয়েছেন
Posted ৪:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৬ জুলাই ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |