যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ান আমেরিকানদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ তথা আসাল’র ১৮তম চ্যাপ্টার গঠিত হয়েছে ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেস সিটিতে। গত ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে লসঅ্যাঞ্জেলেস চ্যাপ্টারের যাত্রা শুরু হয়। আসালের লসএঞ্জেলেস চ্যাপ্টার গঠনের সভায় নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিজস্ব প্রতিবেদক |
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ | প্রিন্ট