
বিনোদন ডেস্ক: | মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২ | প্রিন্ট
সাধারণত প্রতি বছর দুই ঈদে বেশকিছু নাটক বা টেলিফিল্মে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী শবনম ফারিয়াকে। তবে চলতি বছর পড়াশোনা ও অসুস্থতার কারণে কোনো ঈদেই ছিল না তার কোনো কাজ।
এবার বিরতি ভেঙে আবারো কাজে ফিরেছেন ছোট পর্দার এই তারকা। সম্প্রতি ‘দাফন’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। কৌশিক শংকর পরিচালিত সিরিজের একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। এখন শুটিং চলছে রাজধানীর মিরপুরে।
নতুন সিরিজটি খবর ফারিয়া নিজেই দিয়েছেন ফেসবুকে। একটি ছবি প্রকাশ করে ‘দাফন’র কথা জানান তিনি।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, পড়াশোনা ও কিছুটা অসুস্থতার কারণে একটা গ্যাপ হয়ে গেল। ফের কাজে ফিরলাম। আজ (২৯ আগস্ট) ঢাকায় শুটিং হচ্ছে।
উল্লেখ্য, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন শবনম ফারিয়া। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণেও ব্যস্ত সময় কেটেছে তার। আর এ কারণেই কাজে বিরতি নিতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Posted ১২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 |