যুক্তরাষ্ট্রে সেক্টর কমান্ডরস ফোরামের ২০২২-২০২৫ মেয়াদের নয়া কমিটির পরিচিতি উপলক্ষে ১১ সেপ্টেম্বর রবিবার নিউইয়র্ক সিটির উডসাইডেন ‘গুলশান টেরেস’র মিলনায়তনের এ সমাবেশে বীর মুক্তিযো ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা। পরিচিতি সমাবেশে সমবেত কন্ঠে সঙ্গীত পরিবেশনায় বহ্নিশিখা সঙ্গীত নিকেতন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিজস্ব প্রতিবেদক |
সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট