বিনোদন ডেস্ক: | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

‘সীতা রামাম’র ব্যাপক সাফল্যে এখন দক্ষিণী অভিনেতা দুলকার সালমানকে নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে বলউডে। বক্স অফিসেও বাজিমাত করেছে এই সিনেমা। অনেকেই সিনেমাটির সঙ্গে শাহরুখ খান অভিনীত ‘বীর জারা’ সিনেমার তুলনা করছেন। তবে বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না দুলকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এটি নিয়ে কথা বলেছেন দুলকার সালমান। নিজেকে শাহরুখের অনেক বড় ভক্ত উল্লেখ করে এই অভিনেতা জানান, ‘তিনি আমাদের সকলের জন্য রোল মডেল। মানুষের সঙ্গে তিনি যেমন ব্যবহার করেন, কথা বলেন, নারীদের যেভাবে সম্মান করেন। তিনি বিশেষ একজন মানুষ। আমি তার দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে-এর মতো রোমান্টিক সিনেমা দেখে বড় হয়েছি। তিনি সব সময়ই আমার অনুপ্রেরণা।’
তার সঙ্গে শাহরুখকে তুলনা বলিউড বাদশাকে অপমান বলে জানান দুলকার। তার ভাষায়, ‘মানুষের সঙ্গে যখন কথা বলি অবচেতন মনেই হয়তো তার প্রভাব আমার মধ্যে পাওয়া যায়। কিন্তু আমার সঙ্গে তার তুলনা মানে তাকে অপমান করা। কারণ শাহরুখ খান একজনই।’
দুলকার ছাড়াও ‘সীতা রামাম’ সিনেমায় অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, রাশমিকা মান্দানা প্রমুখ। গত ৫ আগস্ট প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়। এরপর ৯ আগস্ট থেকে প্রাইম ভিডিওতে এটি স্ট্রিমিং হচ্ছে।

Posted ১২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

