
বিনোদন ডেস্ক: | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ | প্রিন্ট
আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে বহু প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু। এ নিয়ে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন [বিটিভি] তৈরি করেছে ‘পদ্মা সেতু’ শিরোনামে একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।
‘পদ্মা সেতুর বিজয়গাথা/ ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়’- এ রকম কথায় গানটি লিখেছেন মোকাম আলী খান। সুর ও সংগীত পরিচালনায় মিল্টন খন্দকার। মাইটিভির অডিও স্টুডিওতে সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি প্রসঙ্গে খোদ আঁখি আলমগীর বলেন, ‘পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে আবেগ-অনুভূতি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
উল্লেখ্য, আঁখি ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক। ১১ জুন পদ্মা সেতু এলাকায় ‘পদ্মা সেতু’ গানের দৃশ্যধারণ হবে। ভিডিও নির্দেশনায় থাকছেন মাহবুবা ফেরদৌস।
Posted ১:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |