
প্রতিদিন ডেস্ক | সোমবার, ১৩ জুন ২০২২ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন এ বছরের জুলাইয়ে। মধ্য জুলাইয়ের দিকে তিনি এই সফর করবেন বলে আশা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস আগামী সপ্তাহেই বাইডেনের এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এই সফরে বাইডেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র সৌদি আরব ও ইসরায়েলে বাইডেনের সফরের পরিকল্পনা রয়েছে বলে নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বলেছেন, ‘সফরের বিষয়ে এখনো বিস্তারিত জানা নেই। তবে আমরা শিগগিরই এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেব।’
বাইডেন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম কমানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। তাই বাইডেনের এই সফরে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সৌদি নাগরিক ও ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যায় যুবরাজ সালমানের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করে বাইডেন সরকার। জামাল খাসোগির হত্যাকাণ্ড একজন সংস্কারবাদী হিসেবে যুবরাজ সালমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তবে সৌদি সরকার খাসোগি হত্যায় সম্পৃক্ততার বিষয়ে অস্বীকার করেছে।
Posted ১:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুন ২০২২
nypratidin.com | Nabil Nizam
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 |