
বিশ্ব ডেস্ক | মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ | প্রিন্ট
পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩০ জন। নৌকাটিতে প্রায় একশ জন যাত্রী ছিলেন। সোমবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে। খবর টিআরটি ওয়ার্ল্ড।
দেশটির সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সাদিকাবাদ জেলায়। এটি পাঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণে অবস্থিত।
জানা গেছে, নৌকায় ৯০ থেকে ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নৌকাটিতে উপচেপড়া ভিড় ছিল। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
স্থানীয় সরকারী কর্মকর্তা আসলাম তাসলিম স্থানীয় জিও নিউজ টিভিকে বলেন, আমরা এখন পর্যন্ত ২০টি মরদেহ উদ্ধার করেছি। তাদের বেশিরভাগই মহিলা।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। আমরা সঠিকভাবে বলতে পারছিনা নৌকাটিতে আসলে কতজন যাত্রী ছিল।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |