শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই উদ্বোধন হচ্ছে চীনের তৃতীয় বিমানবাহী রণতরী

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৪ জুন ২০২২ | প্রিন্ট  

শিগগিরই উদ্বোধন হচ্ছে চীনের তৃতীয় বিমানবাহী রণতরী

চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি নির্মাণের কাজ শেষের পথে। এটি হতে যাচ্ছে বেইজিংয়ের বহরে যুক্ত হওয়া এ ধরনের তৃতীয় রণতরি। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে মার্কিন বার্তা সংস্থা এপি ৩ জুন এই তথ্য দিয়েছে। রণতরিটি শিগগিরই চীনের নৌবহরে যুক্ত হতে যাচ্ছে বলেও সংশ্লিষ্টদের বরাতে খবরে বলা হয়েছে।

‘টাইপ ০০৩’ রণতরিটির নির্মাণকাজ চীনের সাংহাই শহরের উত্তর-পূর্বাঞ্চলের জিয়াংনান শিপইয়ার্ডে ২০১৮ সাল থেকে চলছে। মার্কিন প্রতিষ্ঠান প্লানেট ল্যাবস পিবিসি গত মঙ্গলবার এর নির্মাণকাজের স্যাটেলাইট ছবি তুলেছে।

চীনের এই বিমানবাহী রণতরির নির্মাণের বিষয়টি প্রত্যাশিতই ছিল। বিষয়টি নিয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) চিন্তকরা বলেন, রণতরি তৈরি ‘চীনের চলমান আধুনিকীকরণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং দেশের ক্রমবর্ধমান সামরিক শৌর্যের প্রতীক। ’

সিএসআইএসের একটি প্রতিবেদনে বলা হয়, চীন প্রায়ই তার সামরিক মাইলফলককে কোনো ছুটি ও বার্ষিকীর সঙ্গে মিলিয়ে উদযাপন করে। জিয়াংনান শিপইয়ার্ডের ১৫৭তম বার্ষিকী এবং শুক্রবার (৩ জুন) জাতীয় ড্রাগন নৌ উৎসবের সঙ্গে মিলিয়ে রণতরির নতুন যাত্রার ঘোষণা দেওয়া হতে পারে।

গত এপ্রিল মাসে চীনের নৌবাহিনী একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করে। এতে দেশের তৃতীয় বিমানবাহী রণতরি চালুর বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়।

স্যাটেলাইটের ছবিতে রণতরির ডেকের ছবি স্পষ্ট। ছবিতে মেঘের পেছনে রণতরির নির্মাণকাজের সরঞ্জামগুলো সরানোর দৃশ্য দেখা যায়। বলা হচ্ছে, জাহাজটি ভাসানোর আগ মুহূর্তের পদক্ষেপ এটি। মেঘের কারণে গত বুধবার থেকে গতকাল পর্যন্ত রণতরির সর্বশেষ অবস্থার ছবি তোলা যায়নি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস গত মঙ্গলবার তাদের একটি প্রতিবেদনে জানায়, রণতরিটি শিগগিরই চালু হবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার