
বিশ্ব ডেস্ক | বুধবার, ২৭ জুলাই ২০২২ | প্রিন্ট
ইউক্রেনীয় আহত সেনাদের চিকিৎসা সহায়তা দেওয়ার একটি পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে আলজাজিরা।
গত জুনের শেষ দিকে জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই সামরিক হাসপাতালে ইউক্রেনীয় সেনাদের চিকিৎসার এই অনুমোদন দেওয়া হয়। বুধবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো ইউক্রেনীয় সেনাকে চিকিৎসা দেওয়া হয়নি। এ ছাড়া ইউক্রেনীয় সেনাদের আনতে যুক্তরাষ্ট্রের সেনারা ইউক্রেনে যাবেন না।
তিনি আরও বলেন, ইউক্রেনীয় সেনাদের ল্যান্ডস্টুহল রিজিওনাল মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালটি জার্মানির ফ্রাঙ্কফুর্টের দক্ষিণ-পশ্চিম রামস্টেইন বিমান ঘাঁটি সংলগ্ন। যুক্তরাষ্ট্রের বাইরে এটি দেশটির সর্ববৃহৎ সামরিক হাসপাতাল।
Posted ১২:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৭ জুলাই ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |