নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ মে ২০২৪ | প্রিন্ট

‘মিস সুপারন্যাশনাল বাংলাদেশ’ তৌহিদা তাসনীম তিফা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
পোল্যান্ডে ১৭ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ‘মিস সুপারন্যাশনাল’র ১৫তম বার্ষিকীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তৌহিদা তাসনীম তিফা। ঢাকায় ১৫ মে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিফাকে বিশ্ব ফোরামে প্রতিনিধিত্ব করার মুকুট পরিয়ে দেয়া হয়।
নিউইয়র্কে বাংলাদেশ প্রতিদিনকে ২৭ মে এ তথ্য জানান ‘মিস বাংলাদেশ ইউএস’র প্রতিষ্ঠাতা এবং ‘মিস সুপারন্যাশনাল বাংলাদেশ’, ‘মিস ফেস অব বিউটি বাংলাদেশ’ এবং ‘মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ’র জাতীয় পরিচালক হিয়াম হাফিজউদ্দিন। হিয়াম জানান, উদ্যমী তরুণীদের বৈশ্বিক কর্মশক্তির অন্তভ’ক্তির অভিপ্রায়ে আমাদের এ সংগঠন নিরলসভাবে কাজ করছে। পোল্যান্ডের বিশ্ব সুপার মডেলডের মঞ্চে তিফার উপস্থিতির মধ্যদিয়ে বাংলাদেশ অনন্য এক উচ্চতায় উন্নীত হবে বলে আশা করছি।
শিকাগো-তে বসবাসরত বাংলাদেশি আমেরিকান হিয়াম হাফিজউদ্দিন আরো উল্লেখ করেন, ‘মিস বাংলাদেশ ইউএস’ গত ৯ বছর যাবত মুকুট জয়ীদের তাদের সৌন্দর্যের পরিধির বাইরে যাবতীয় সহযোগিতা দিচ্ছে আরো আত্মপ্রত্যয়ী হয়ে জীবন-পেশায় ব্যাপৃত হবার জন্যে। ঢাকায় উত্তরাস্থ ক্যাফে সিনোতে তিফাকে মুকুট পরানোর আলো ঝলমল অনুষ্ঠানেও সংস্থাটির অঙ্গিকার দৃশ্যমান হয়েছে। সে সময় তিফাকে পরিচয় করিয়ে দেয়া হয় মিস ফেস অব বিউটি ইন্টারন্যাশনাল’র মুকুট বিজয়ী ড. তাসিন আফরিন ডায়ানা এবং মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’র মুকুট জয়ী অহনা চৌধুরীর সাথে। সকলেই বাংলাদেশী সমাজে নারী ক্ষমতায়নে একটি অনন্য উদাহরণের প্রতিনিধিত্ব করছে বলে হিয়ামের দাবি। উল্লেখ্য, ২০২২ সালে ‘মিস বাংলাদেশ ইউএস’র দশম বার্ষিকীর সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস গ্র্যান্ড ইন্টান্যাশনাল’ মুকুট জিতেন তিফা। পরের বছর তিফা প্যারিস ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। মানুষের জীবন-মানের উন্নয়ন তথা পরিবর্তনেও তিফা নিরন্তরভাবে কাজ করছেন। গাজিপুরের সন্তান তিফা আইনজীবী হবার প্রত্যাশায় রয়েছেন। তাঁর লক্ষ্য হচ্ছে পেশাগতভাবে নারীদের এগিয়ে চলার পথ সুগম করা এবং এটাই হচ্ছে ‘মিস বাংলাদেশ ইউএস’ প্রতিষ্ঠার অন্যতম অভিপ্রায়-জানান হিয়াম।

Posted ১২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪
nypratidin.com | Nabil Nizam







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

