
বিশ্ব ডেস্ক | বুধবার, ০৩ আগস্ট ২০২২ | প্রিন্ট
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার (৩ আগস্ট) রাজধানী তাইপেতে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ে তাদের মধ্যকার এই সাক্ষাৎ হয়। এ সময় প্রেসিডেন্ট সাই ইংয়েন তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের ‘দৃঢ় সমর্থনের’ জন্য পেলোসিকে ধন্যবাদ জানান। খবর বিবিসি ও আলজাজিরা।
সাক্ষাতকালে পেলোসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাই ইংয়েন বলেন, তাইওয়ানের সঙ্গে স্পিকার পেলোসির গভীর এবং দীর্ঘদিনের সম্পর্ক…ম্যাডাম স্পিকার আপনার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।
এর আগে একইদিন সকালে তাইওয়ানের পার্লামেন্টে যান পেলোসি। পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে পেলোসি বলেন, স্ব-শাসিত এই দ্বীপটি ‘বিশ্বের অন্যতম স্বাধীন সমাজ’ হওয়ায় যুক্তরাষ্ট্র এর প্রশংসা করে।
এর আগে মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় ৮২ বছর বয়সী পেলোসি তাইওয়ানে পৌঁছান। যুক্তরাষ্ট্রের সামরিক এক বিমানে তিনি রাজধানী তাইপের সংশান বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ স্বাগত জানান। তার এই সফরকে কেন্দ্র করে বিশ্বের দুই পরাশক্তি চীন-যুক্তরাষ্রেও র মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনে তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি হলেন পেলোসি। গত ২৫ বছরের মধ্যে এটিই দেশটির কোনো উচ্চ-পর্যায়ের নির্বাচিত প্রতিনিধির তাইওয়ান সফর। তার এই সফরকে বড় ধরনের উসকানি বলে অভিহিত করেছে বেইজিং এবং তা এই অঞ্চলকে খাদের কিনারায় নিয়ে যাবে বলে বলেছে।
এদিকে, পেলোসির সফরের প্রতিবাদে চীন বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে তাইওয়ান দ্বীপ ঘিরে সামরিক মহড়া, তাইপের কাছ থেকে কিছু ফল আমদানি স্থগিত করা এবং সেখানে বালু রপ্তানি বন্ধ করা।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ আগস্ট ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |