প্রতিদিন ডেস্ক | রবিবার, ০৭ আগস্ট ২০২২ | প্রিন্ট

বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র দু’দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন ৭ আগস্ট এসব চুক্তি ও সমঝোতা হলো। এদিন সকালে রাজধানীর একটি হোটেলে আলোচনা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মো. শাহরিয়ার আলম জানান, দুই পররাষ্ট্রমন্ত্রী ঘণ্টাখানেক সময় ধরে বৈঠক করেন। এরপর তারা চারটি চুক্তি ও সমঝোতা সই করেছেন।
চুক্তি ও সমঝোতাগুলো হলো পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না মৈত্রী সেতুর হস্তান্তর সনদ, দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন, ২০২২-২৭ মেয়াদে সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।
দু’দিনের সফরে ওয়াং ই ৬ আগস্ট বিকেলে ঢাকায় আসেন। সফরের দ্বিতীয় দিনে রবিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে দুই পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, ঢাকা সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গণভবনে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রবিবার দুপুরেই ঢাকা ছেড়ে যাবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

Posted ১২:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ আগস্ট ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

