
প্রতিদিন ডেস্ক | সোমবার, ০৬ জুন ২০২২ | প্রিন্ট
চলতি বছর অনুষ্ঠেয় ৩৬তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুন শনিবার ঢাকার গুলশান শুটিং ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ খান, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ, আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান, রেডটাইমসের সম্পাদক সৌমিত্র দেব, অভিনেতা নাদেল চৌধুরী, শিল্পী ফাহমিদা নবীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিল্পপতি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান রেহান রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় রেহান রেজা বলেন, চলতি বছরে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হবে ৩৬তম ফোবানা সম্মেলন। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, হবে ব্যবসায়ীদের মিলন মেলা। আসন্ন সম্মেলনে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে আকৃষ্ট করা হবে। তুলে ধরা হবে সম্ভাবনার বাংলাদেশকে।
Posted ১:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুন ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 |