প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২ | প্রিন্ট

হুন্ডির মাধ্যমে মালয়েশিয়া প্রবাসীদের রেমিট্যান্স দেশে পাচার করে এ রকম একটি বাংলাদেশি সিন্ডিকেট চক্রের মূলহোতাসহ ৬ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগের পুলিশ। রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টায় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ।
এর আগে, ১৯ ও ২০ আগস্ট মালয়েশিয়ান অভিবাসন বিভাগের ধারাবাহিক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তবে আটকের পর তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ। আটক হওয়াদের বয়স ২৬ থেকে ৪০ বছরের মধ্যে।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, কুয়ালালামপুরে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মোবাইল ফোনের দোকান, ট্রাভেল এজেন্সির আড়ালে হুন্ডি ব্যবসা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তাদের আটক করা হয়। এসব দোকান থেকে হুন্ডি সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বাংলাদেশের ১৫টি পাসপোর্ট, ৪৪ হাজারেও বেশি মালয়েশিয়ান রিংগিত এবং অবৈধ যন্ত্রপাতি।
অভিবাসন বিভাগের পরিচালক জানিয়েছেন, আটক সবাইকে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং মানিলন্ডারিং ও পাসপোর্ট আইন ১৯৬৬-এর ধারায় অভিযোগ গঠন করে আদালতে সোপর্দ করা হবে।

Posted ১২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

