
বিশ্ব ডেস্ক | সোমবার, ২৯ আগস্ট ২০২২ | প্রিন্ট
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনকে সংহতি জানিয়ে এবার নিজের নাচের ছবি পোস্ট করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। এর আগে পার্টিতে নাচার ভিডিও ভাইরাল হওয়ার পর ফিনল্যান্ডে তুমুল সমালোচনার মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী মারিন (৩৬)। খবর এএফপি।
স্থানীয় সময় ২৮ আগস্ট টুইটারে সাবেক মার্কিন ফার্স্ট লেডি নিজের নাচার একটি ছবি পোস্ট করেছেন। ২০১২ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলম্বিয়া সফরের সময় একটি ক্লাবে গিয়ে নেচেছিলেন হিলারি। সেই ছবি পোস্ট করে এর ক্যাপশনে হিলারি লিখেন, ‘নাচতে থাকো, সান্না মারিন।’
এদিকে, টুইটারে ছবিটি পোস্ট করার কিছুক্ষণ পরই হিলারির পোস্টটি শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।
সম্প্রতি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ায় তৈরি হয়। এ ঘটনার জন্য তাকে ড্রাগ টেস্ট করাতে হয়। যদিও টেস্টের ফলাফল নেগেটিভ আসে। তবুও পরে এ ঘটনায় ক্ষমা চান সানা মারিন।
উল্লেখ্য, ৭৪ বছর বয়সী হিলারি ক্লিনটন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। হিলারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী অর্থাৎ তিনি সাবেক ফার্স্ট লেডিও।
Posted ১২:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৯ আগস্ট ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |