বিশ্ব ডেস্ক | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীনতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর। স্থানীয় সময় ৮ সেপ্টেম্বর অপরাহ্নে তার মৃত্যু হয় বলে বাকিংহাম প্যালেসের এক বিবৃতির বরাতে বিবিসি জানায়।
বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে সামার অবকাশযাপনকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন । পরক্ষক্ষেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। এরমধ্যেই প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের অন্যসব সদস্যরা বালমোরাল প্যালেসে জড়ো হতে থাকেন। এ অবস্থায় বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, রানি এলিজাবেথের পুরো নাম এলিজাবেথ আলেজান্দ্রা ম্যারি। জন্ম ১৯২৬ সালে। ডিউক এবং ডাচেজ অব ইয়র্কের প্রথম সন্তান তিনি।

Posted ১২:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

