বিশ্ব ডেস্ক | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

গত ৬ সেপ্টেম্বর লিজ ট্রাসকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ দিয়েছিলেন সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। সেদিন আলোকচিত্রী জেন বারলো তার একটি ছবি তুলেছিলেন। এটিকে বলা হচ্ছে ব্রিটেনকে ৭০ বছর শাসনকরা রানির শেষ ছবি।
ছবিটি তোলা হয়েছে বালমোরাল প্রাসাদে। একটি ফায়ারপ্লেসের সামনে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা রানিকে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। খবর ইন্ডিপেডেন্ট।
রানির মৃত্যুর পর ছবিটি প্রকাশ হয়। গত ৬ সেপ্টেম্বর রানির তোলা এ ছবি এখন ভাইরাল।
ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবর, মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরালে গিয়ে রানির কাছে সরকার গঠনের অনুমতি চান লিজ ট্রাস। দ্বিতীয় এলিজাবেথ এ সময় তাকে আনুষ্ঠানিক নিয়োগ দেন এবং সরকার গঠনের আহ্বান জানান।
সাধারণত ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নিয়োগ দেওয়া হয় লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে। কিন্তু রানি অসুস্থ থাকায় লিজকে যেতে হয়েছিল স্কটল্যান্ডে।
অসুস্থতার পাশাপাশি গ্রীষ্মকালীন অবকাশ যাপন করতে রানি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। প্রাসাদটি রাজপরিবারের নয় বরং রানির ব্যক্তিগত সম্পদ।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর বালমোরাল প্রাসাদেই মৃত্যু হয় রানির। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

Posted ১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

