
বিশ্ব ডেস্ক | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, যদিও এ বিষয়ে আমি এখনও বিস্তারিত জানি না, তবে আমি সেখানে যাব। খবর এনডিটিভি।
কবে শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হবে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তারিখ ঘোষণা করেনি বাকিংহাম প্যালাস। তবে ধারণা করা হচ্ছে, আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন হতে পারে।
রানির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন কিনা এমন এক প্রশ্নে শুক্রবার (৯ সেপ্টেম্বর) ওহাইওতে কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে বাইডেন সাংবাদিকদের জানান, আমি এখনও রানির সন্তান নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলিনি। তিনি বলেন, আমি তাকে চিনি…তবে এখনও ফোন দেওয়া হয়নি।
ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।
রানির মৃত্যুর পরপরই এক বিবৃতিতে তার জেষ্ঠ্য সন্তান প্রিন্স চার্লসকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে উল্লেখ করা হয়।
Posted ১:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 |