লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

সংহতি, টেকসই এবং বিজ্ঞানকে জাতিসংঘের চলতি ৭৭তম বাাির্ষক সাধারণ অধিবেশনে সবিশেষ গুরুত্ব দেয়া হবে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হওয়া এই অধিবেশনে বক্তব্যকালে সাধারণ পরিষদের সভাপতি সিসেবা করোসি বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেনের যুদ্ধসহ মানবতার সবচেয়ে চাপের চ্যালেঞ্জগুলোকে গুরুত্ব দেয়ার জন্যে। ইতিমধ্যেই যে বিভেদ-বিভক্তির রেখা তৈরী হয়েছে তার অবসানে সকলকে সেতৃবন্ধনের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহবান জানিয়েছেন সিসেবা করোসি।
বিশ্ব এখন অনিশ্চয়তার সম্মুখীন এবং ভূ-রাজনৈতিক ফাটল ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে-এই সত্যকে স্বীকার করেই অধিবেশনের সভাপতি সিসেবা জাতিসংঘের সদস্য-রাষ্ট্রসমূহকে পুনরায় স্মরণ করিয়ে দেন যে, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অভিপ্রায়ে। তিনি বলেন, মানবতার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোকে মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আমরা অন্তর্ভুক্তিমূলক, নেটওয়ার্কযুক্ত এবং কার্যকর বহুপাক্ষিকতাকে পুনরুজ্জীবিত করতে চাই যা সকলকে ঐক্যবদ্ধ করবে।
এ অধিবেশনে সকল সদস্যরাষ্ট্রের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রী/রাজা/রানীর নেতৃত্বে প্রতিনিধিরা যোগদান করছেন। ২০ সেপ্টেম্বর শুরু হবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক-যেখানে প্রেসিডেন্ট যো বাইডেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা নিজ নিজ দেশের বক্তব্য পেশ করবেন। বাংলাদেশের নেতা হিসেবে শেখ হাসিনা ৪৮ সদস্যের সরকারী প্রতিনিধি দল নিয়ে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে আসার কথা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক এ্যাম্বাসেডর এ্যাট লার্জ জিয়াউদ্দিনও রয়েছেন প্রতিনিধি দলে। জাতিসংঘ সচিবালয়ের সূত্র এ সংবাদদাতাকে জানায়, সাধারণ অধিবেশনে শেখ হাসিনা বাংলায় ভাষণ উপস্থাপন করবেন ২৩ সেপ্টেম্বর দুপুরের দিকে। জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা হচ্ছেন সাধারণ অধিবেশনে কোনো দেশের নেতা হিসেবে সবচেয়ে বেশী বার বক্তব্য উপস্থাপনকারী।
২৪ সেপ্টেম্বর তিনি প্রবাসীদের এক সমাবেশে ভাচুয়ালে ভাষণ দেয়ার পর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের কথা। জাতিসংঘের অধিবেশনে যোগদানের ফাঁকে বেশ ক’টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে শেখ হাসিনার দ্বি-পাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। একইসাথে ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের নেতৃবৃন্দের সাথেও শেখ হাসিনার বৈঠক হতে পারে। উল্লেখ্য, এই বৈঠকের মধ্য দিয়েই ককাসের পুনরুজ্জীবন ঘটার কথা।

Posted ১২:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

