শুক্রবার ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে মূলধারায় নির্বাচিত বাঙালিদের সংবর্ধনা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট  

যুক্তরাষ্ট্রে মূলধারায় নির্বাচিত বাঙালিদের সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, সিটি কাউন্সিল, কাউন্টি, স্টেট এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-এ নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিগণের সংবর্ধনা সমাবেশ নিউইয়র্কে হচ্ছে বাংলাদেশ সময় রোববার ভোরে। নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে এ সমাবেশে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, নিউ হ্যামশায়ার, ম্যাসেচুসেটস, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান প্রভৃতি স্টেট পার্লামেন্ট, সিটি কাউন্সিল, কাউন্টি পর্যায়ে নির্বাচিত ২৭ জনেরও অধিক বাংলাদেশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

আমেরিকায় প্রবাসীদের স্বপ্ন পূরণে অগ্রদূত হিসেবে বিবেচিত এসব বাঙালি বীরকে সম্বর্ধনার আয়োজন করছে বাংলাদেশ প্রতিদিন ও এনওয়াই প্রতিদিন ডটকম। উল্লেখ্য, বছর চারেক আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় সে সময়ের কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেয় বাংলাদেশ প্রতিদিন। সেটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে বিলাসবহুল পার্টি হল বেলাজিনোতে। সেই সমাবেশেও প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।

আমেরিকান স্বপ্ন পূরণে মূলধারায় সম্পৃক্ত হবার বিকল্প নেই এমন বক্তব্য/মতামত/অভিমত হরদম উচ্চারিত হলেও সামর্থ্য থাকা সত্বেও অনেকে সে পথে পা বাড়ান না। এমনি অবস্থায় নানাবিধ সীমাবদ্ধতার মধ্যেও ৩৭ জনের মত বিভিন্ন স্থানে বিজয় অর্জনে সক্ষম হয়েছেন। উঠতি কম্যুনিটি হিসেবে এটাও বাঙালির জন্যে কম গৌরবের নয়। বহুজাতিক সমাজে বাঙালির উত্থানের এই অবিস্মরণীয় অধ্যায়কে ইতিহাসের অংশ হিসেবে পরিণত করার আগ্রহ থেকেই এ সমাবেশ। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশায় সাফল্য অর্জনকারিরা ছাড়াও বীর মুক্তিযোদ্ধারা বিশেষভাবে আমন্ত্রিত হয়েছেন। বাংলাদেশের এই বীর যোদ্ধাগণের হাত থেকেই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন মার্কিন মুল্লুকে বাঙালি সংস্কৃতিকে উজ্জীবিত করার নিরন্তর প্রয়াসে লিপ্ত এসব জনপ্রতিনিধিগণ। এজন্যেই তাঁদেরকে ‘যুক্তরাষ্ট্রে বাঙালি বীর’ হিসেবে অভিহিত করা হয়েছে।

এসব জনপ্রতিনিধির মধ্যে রয়েছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ, নিউ হ্যামশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান, মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, নিউজার্সির কাউন্সিলম্যান বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, নিউইয়র্ক সিটির কাউন্সিলওম্যান শাহানা হানিফ, মিলবোর্ন সিটির কাউন্সিলম্যান নুরুল হাসান, আলাউদ্দিন পাটোয়ারি, মনসুর আলী মিঠু এবং রফিকুল ইসলাম জীবন, নিউজার্সির প্যাটারসন সিটির কাউন্সিলম্যান এ্যাট লার্জ মো. ফরিদউদ্দিন, মিশিগানের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ফিলাডেলফিয়া সংলগ্ন আপার ডারবির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, বস্টন সংলগ্ন হপকিন্টন সিটির সিলেক্টম্যান শহিদুল মান্নান, নিউজার্সির কাউন্সিলওম্যান সেপা উদ্দিন, হাডসন সিটির বোর্ড অব সুপারভাইজার আব্দুস মিয়া, এল্ডারম্যান দেওয়ান সরোয়ার এবং শেরশাহ মিজান, নিউজার্সির হেল্ডন সিটির কাউন্সিলওম্যান তাহসিনা আহমেদ, টেক্সাসের রিফুজিয়ো কাউন্টির ডেমক্র্যাটিক পার্টির চেয়ার নিহাল রহিম রায়, নিউইয়র্ক স্টেট কমিটিওম্যান জামিলা এ উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট মোহাম্মদ সাবুল উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট নূসরাত আলম, জুডিশিয়াল ডেলিগেট জামী এম কাজী, ফ্লোরিডার পামবীচ কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির বোর্ড মেম্বার জুনায়েদ আকতার, কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মোফাজ্জল হোসেন, মূলধারায় বাংলাদেশীদের পথিকৃত মোর্শেদ আলম প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। বিশেষ সম্মানীত অতিথির মধ্যে রয়েছেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর, মার্কিন কংগ্রেসে বাংলাদেশের বন্ধু কংগ্রেসওম্যান গ্রেস মেং, নিউইয়র্কের সিনেটর জেসিকা রেমোজ। এছাড়াও বিশেষভাবে সম্মানিত অতিথির মধ্য থেকে বক্তব্য দেবেন সিনেটর শেখ রহমান, প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ, স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং নতুন প্রজন্মের প্রতিনিধি মার্জিয়া স্মৃতি। বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সার্বিক তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করবেন খ্যাতনামা উপস্থাপক অসীম সাহা এবং কাউন্সিলওম্যান তাহসিনা আহমেদ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার