
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ভার্জিনিয়া : শেখ হাসিনার উন্নয়ন-অগ্রগতির সমর্থনে শান্তি সমাবেশে নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
‘যেখানে বিএনপি-জামাত সেখানেই প্রতিরোধ’ এবং ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিবাদ’ অর্থাৎ পরস্পর-বিরোধী কর্মসূচিতে উত্তপ্ত ছিল গোটা এলাকা। বিএনপি এবং আওয়ামী লীগের পরস্পর বিরোধী কর্মসূচির মাঝে অবস্থান নেয় পুলিশ। ফলে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়নি।
২৮ সেপ্টেম্বর বুধবার অপরাহ্নে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় শেখ হাসিনার হোটেলের (রিটজ কার্লটন) সামনের এই কর্মসূচিতে বিভিন্ন স্টেট থেকে শতশত নেতা-কর্মী জড়ো হন। উল্লেখ্য, জাতিসংঘে যোগদানের জন্যে যুক্তরাষ্ট্রে আগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর থেকে এই হোটেলে অবস্থান করছেন। ১ অক্টোবর তিনি বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন হয়ে ডিসি ত্যাগের কথা।
হোটেলের সামনে বিএনপি-জামায়াতের কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে জানার পরই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে জড়ো হন। তারা সেখানে ‘শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘শান্তি সমাবেশ’ করেন। পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ম্যারিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্ক থেকে সাংগঠনিক ব্যানারসহ নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন-অগ্রগতির সমর্থনে গগনবিদারি স্লোগান দেয়। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ড. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, নিজাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, আবুল কাশেম, লুৎফুল করিম, ড. প্রদীপ কর, মাসুদুল হাসান, আব্দুস সামাদ আজাদ, সোলায়মান আলী, দুলাল মিয়া এনাম, আইরিন পারভিন, আবুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ আলী সিদ্দিকী, মোর্শেদা জামান, আশরাফুজ্জামান, শাহানারা রহমান, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, হিন্দাল কাদির বাপ্পা, জহিরুল ইসলাম, শিব্বির আহমেদ, শেখ আতিকুল ইসলাম, নুরুল আফসার সেন্টু, জেয়াদুল হক জেয়াদ, , হুমায়ূন আহমেদ চৌধুরী, এমদাদ চৌধুরী, মাহমুদুন্নবী বাকি, মো. আজম, যুবলীগ নেতা তারেকুল হায়দার চৌধুরী, সেবুল মিয়া, মিজান চৌধুরী, ওলিউর রহমান চৌধুরী প্রমুখ।
ভার্জিনিয়া : শেখ হাসিনার পদত্যাগ এবং কেয়ারটেকার সরকার দাবিতে বিএনপির র্যালি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
অপরদিকে, বিএনপির সমাবেশে ছিলেন ভার্জিনিয়া বিএনপি, ম্যারিল্যান্ড বিএনপি, ওয়াশিংটন ডিসি বিএনপি, নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক মহানগরের উত্তর-দক্ষিন, মিশিগান, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া স্টেট বিএনপির নেতা-কর্মীরা শেখ হাসিনার পদত্যাগ এবং অবিলম্বে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেয়। তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান ধরেন। কাছাকাছি দূরত্বে পরস্পর বিরোধী স্লোগানে পথচারিরা বিব্রতবোধ করেন। নিরাপত্তা রক্ষীরা ছিলেন সতর্ক। বিএনপির কর্মসূচিতে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গোলাম ফারুক শাহীন, হাফিজ খান সোহায়েল, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, ভিপি জসীম, রুহুল আমিন নাসির, আনিসুর রহমান, শহিদুল ইসলাম শিকদার, হুমায়ূন কবির, নাসিম আহমেদ, দেওয়ান কাওসার, গোলাম হোসেন, আমানত হোসেন, মনিরুল ইসলাম, রতন মিয়া প্রমুখ।
ওয়াশিংটন মেট্র এলাকার বিএনপি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন হাফিজ খান সোহায়েল, কাজী এম রহমান, মজনু মিয়া, জাহিদ খান, মোশাররফ হোসেন, মোখলেসুর রহমান, জাকির হোসেন, তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ, সাঈদ হায়দার, দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব-সাংগঠনিক সম্পাদক, আবদুল মুক্তাদির, জহিরুল ইসলাম, আরিফ উল ইসলাম, রেজওয়ান আনসারী পল্লব, নূর হোসেন বাহাদুর, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মহসিন মিয়া, মোহাম্মদ শাহজাহান সিরাজ, মীর নির্ঝর রহমান নিক্সন, বেলাল হোসেন সুমন, আহাম্মেদ তারিকুর রহমান জনি, ফারহানা মইনুদ্দিন, নাফিস খান, সাঈদ খান, মোহাম্মদ শফিক মোল্লা, রেজাউল করিম, আলী হায়দার, এমডি কবিরুল ইসলাম খান, মোঃ আক্তার হোসেন, জহির খান, নেসার আহমেদ, তোফায়েল আহাম্মদ, মোহিউদদীন জাহাঙ্গির, মোহাম্মদ কাইয়ুম, নিজাম আহমেদ, জাকির আলম জসিম, ফাতেমা জহুরা, রাশেদ খান, মোহাম্মদ রবিন, ইমতিয়াজ উদ্দিন, জাহিদ চৌধুরি, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ জামান, মাফুজ মোল্লা, বাসেত মোল্লা, মাহাবুব আলম, মোহাম্মদ মোস্তফা, এ টি এম আলম, মোহাম্মদ নাইয়ুম, সরিপুল ইসলাম পাটোয়ারি মানিক, রাসেল বিশ্বাস, শাহেদ খান চৌধুরী, সেলিম হোসেন, আলবাব হোসেন সোহাগ, মোঃ কাজল, মোঃ মিজানুর রহমান, ইমাম এইচ খান, কবিরুল ইসলাম, মামুনুর রশিদ মোহন, মোহাম্মদ মাহমুদ রাইয়ান, মোহাম্মদ উল্লাহ, তানভির হাসান, জাহাঙ্গীর কবির বাবলু, মাইনুল ইসলাম, ওমর ফারুক প্রমুখ।
Posted ১২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
nypratidin.com | Nabil Nizam
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 |