প্রতিদিন ডেস্ক | বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম কাদের এমপি বলেছেন, কেউ কেউ “উন্নয়নের গণতন্ত্র” নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে, উন্নয়নের গণতন্ত্র নামে কোন কিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে।
বুধবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন জিএম কাদের।
এ সময় জিএম কাদের আরো বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়।
তিনি বলেন, গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন, সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সকল অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি।
এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, ছাত্রনেতা শাহ ইমরান রিপন, মারুফ আহমেদ প্রিন্স, মো. সৌরভ।

Posted ৪:২৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
nypratidin.com | Nabil Nizam







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

