লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | শনিবার, ২২ অক্টোবর ২০২২ | প্রিন্ট

বয়স্ক এবং উচ্চ ঝুঁকিপূর্ণ করোনা রোগীকে সারিয়ে উঠানোর চিকিৎসা-ব্যবস্থা তথা ইমিউনোথেরাপি তৈরীর পাশাপাশি অনকোলজি, নিউরোলজি এবং ভাইরোলজিতে কোষ এবং জিন থেরাপির ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্নকারি গবেষণা-প্রতিষ্ঠান ‘টেভজেন বায়ো’র প্রতিষ্ঠাতা ও সিইও বাংলাদেশী আমেরিকান ড. রায়ান সাদীকে বিশেষ সম্মাননা (প্রক্লেমেশন) দিলো নিউজার্সির ওয়ারেন সিটির (টাউনিশিপ) মেয়র ভিক্টর সরডিলো।
২০ অক্টোবর বৃহস্প্রতিবার সন্ধ্যায় ওয়ারেন সিটি হলে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রক্লেমেশন হস্তান্তরের সময় মেয়র বলেন, করোনা মহামারিতে গোটাবিশ্ব যখন লকডাউনে সে সময়ে অর্থাৎ ২০২০ সালের জুনে ‘টেভজেন বায়ো’ প্রতিষ্ঠার পর এ বছরের শুরুতে এই সিটির ইন্ডিপেন্ডেন্স বুলেভার্ডে তার গবেষণাগারের সদর দফতর স্থাপন করেছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা পাবনার সন্তান এবং সপরিবারে নিউজার্সিতে বসবাসরত ড. সাদীর উদ্ভাবিত সেল এবং জিন থেরাপি তথা চিকিৎসা-ব্যবস্থা সকল রোগীর জন্যে সহজলভ্য হবে অর্থাৎ মানবতার কল্যাণে তা অশেষ অবদানে সক্ষম হবে বলেই বিশ্বখ্যাত ইয়েল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিষয়ক স্কুলের এমিরিটাস প্রফেসর কার্টিস প্যাটোন ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্যে ড. সাদী এবং তার প্রতিষ্ঠান ‘টেভজেন বায়ো’কে মনোনয়ন দিয়েছেন। ব্যাপারটি আমাদের এই সিটির জন্যে অবশ্যই অত্যন্ত গৌরব ও সম্মানের। তাই ওয়ারেন টাউনশিপ কমিটি এবং আমি মেয়র হিসেবে ড. সাদীকে এই ‘প্রক্লেমেশন’ প্রদান করছি সানন্দচিত্তে।
উল্লেখ্য, ড. সাদীর এই চিকিৎসা-ব্যবস্থার মাধ্যমে করোনা-সহ জটিল অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব এবং তা ক্লিনিক্যাল ট্রায়ালেও প্রমাণিত হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই চিকিৎসা জগতে তা ব্যাপক সাড়া জাগিয়েছে। আসছে শীতে করোনা ভিন্ন নামে এবং ভয়ংকর রূপে আবারো আবির্ভূত হবার আশংকা করা হচ্ছে। এজন্যে মার্কিন স্বাস্থ্য দফতর ‘টেভজেন বায়ো’র সাথে যোগাযোগ রক্ষা করছে খুব দ্রুত এই চিকিৎসাকে বাজারজাত করার জন্যে। এ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ড. রায়ান সাদী ও তাঁর পুরো টিম।

Posted ১২:১৪ অপরাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

