যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ২২ অক্টোবর ২০২২ | প্রিন্ট

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে হুরুন্নাহার বেগম (৬২) নামে এক বাংলাদেশি ১৮ অক্টোবর মারা গেছেন। বছরখানেকের মধ্যে আর কোন প্রবাসীর মৃত্যু হয়নি করোনায় আক্রান্ত হয়ে। ১৯ অক্টোবর বুধবার জ্যামাইকা মুসলিম সেন্টার তার জানাযার সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, ক্যান্সারে আক্রান্ত থাকাবস্থায়ই করোনায় আক্রান্ত হয়েছিলেন হুরুন্নাহার। এরপর তাকে ম্যানহাটানে মাউন্টশিনাই হাসপাতালে ভর্তি করা হয় কয়েকদিন আগে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মানিকগঞ্জ জেলার নবগ্রাম ইউনিয়নের বাড়ৈ গ্রামের সন্তান এবং নিউইয়র্কে বসবাসরত আফাজউদ্দিন আহমদের স্ত্রী হুরুন্নাহারের মৃত্যুতে কম্যুনিটিতে করোনা নিয়ে পুনরায় আতংক দেখা দিয়েছে। তাকে লং আইল্যান্ড ওয়াশিংটন মেমরিয়্যাল পার্কে দাফন করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিসহ সারা আমেরিকায় ১২ শতাধিক প্রবাসীর মৃত্যু হয়েছে।

Posted ১২:১৭ অপরাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

