রবিবার ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিপিবির তথ্য : স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্রবেশকালে ১২ মাসে ৮৫৬ বিদেশির মৃত্যু

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট  

সিপিবির তথ্য : স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্রবেশকালে ১২ মাসে ৮৫৬ বিদেশির মৃত্যু

৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে অর্থাৎ ২০২২ অর্থ বছর মেক্সিকো হয়ে দুর্গম পথে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৮৫৬ জনের মৃতু্যু হয়েছে। গত ৭০ বছরের মধ্যে এতবেশী অবৈধ অভিবাসীর প্রাণ যায়নি বেআইনীভাবে এই পথ দিয়ে স্বপ্নের দেশ আমেরিকায় প্রবেশকালে।

কাস্টমস অ্যান্ড বোর্ডার প্রটেকশন (সিবিপি) দফতরের তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছর তথা ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ২০দিনে মারা গেছে ২৫ জন। সিবিপির তথ্য অনুযায়ী, গত মাসে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় সীমান্তরক্ষীরা থামিয়েছে ২ লাখ ২৭ হাজার ৫৪৭ জন বিদেশিেক। এর সিংহভাগই ভেনিজুয়েলা, কিউবা এবং নিকারাগুয়ার বাসিন্দা। খুবই কমসংখ্যক ছিলো ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল এবং পাকিস্তানি।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ইতিহাসে কোনো বছরের সেপ্টেম্বরেই এত বেশী বিদেশি অনুপ্রবেশের চেষ্টা করেনি। গত বছরের সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল এক লাখ ৯২ হাজার জন। তারও আগের বছরের সেপ্টেম্বরে তা ছিল মাত্র ৫৭ হাজার ৬৭৪ জন। ট্রাম্পের শেষ বছরের আগে অর্থাৎ ২০১৯ সালে ছিল ৫২ হাজার ৫৪৬।

গত মাসের সংখ্যা তার আগের মাস অর্থাৎ আগস্টের চেয়েও ২৪ হাজার জন বেশী ছিল-২০৩৫৯৮। সিপিবির তথ্য অনুযায়ী গত পৌণে একশত বছরের মধ্যে সবচেয়ে বেশী বিদেশি বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছে চলতি অর্থ বছর-৫৯৯০০০। এবং সীমান্তরক্ষীরা সবচেয়ে বেশী বিদেশীকে প্রতিহত করেছে চলতি অর্থ বছরই। আর সীমান্ত অতিক্রমের পর এসাইলাম চেয়েছে ২৩ লাখ ৭৮ হাজার ৯৪৪। ভেনেজুয়েলা, কিউবা এবং নিকারাগুয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি অর্থনৈতিক সংকট চরমে উঠায় প্রতিদিন হাজার হাজার মানুষ বসতভিটা ছেড়ে যুক্তরাষ্ট্রে আসছে। এহেন নাজুৃক পরিস্থিতি সামাল দিতে অতি সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের নীতি চালু করেছেন। অর্থাৎ ভেনেজুয়েলার লোকজনের মধ্যে যারা এসাইলাম চাচ্ছে তাদেরকে মেক্সিকোতে পাঠিয়ে দেয়া হচ্ছে। সেখান থেকেই তারা এসাইলামের ইন্টারভিউ/শুনানিতে অংশ নেবেন। মঞ্জুর হলে তারা সসম্মানে গ্রিনকার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে। এ পদক্ষেপ গ্রহণ করায় গত এক সপ্তাহে বেআইনী পথে প্রবেশের পর গ্রেফতার হওয়াদের সংখ্যা ক্রমে কমতে শুরু করেছে বলে সিবিপি কমিশনার ক্রিস ম্যাগনাস ২২ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছেন।

সিবিপি আরো উল্লেখ করেছে যে, গত মাসে সীমান্ত অতিক্রমের সময় গ্রেফতারকৃতদের মধ্যে সন্দিহভাজন ২০ সন্ত্রাসীকেও পাওয়া গেছে। সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এ ধরনের সন্ত্রাসী গ্রেফতারের সংখ্যা ৯৮।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার