
প্রতিদিন ডেস্ক | রবিবার, ১২ জুন ২০২২ | প্রিন্ট
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। বন্দুকধারীর নির্বিচার হত্যাকাণ্ডের দুটি বড় ঘটনার পর দেশটিতে এই দাবি নতুন করে জোরদার হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ‘আমাদের শিশুদের বাঁচান, আগ্নেয়াস্ত্র নয়’ লেখা প্ল্যাকার্ড দেখা গেছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি কংগ্রেসকে এ বিষয়ক আইন পাসের আহ্বান জানিয়েছেন। তবে আইন পাস হওয়ার সম্ভাবনা যুক্তরাষ্ট্রে ক্ষীণ। কারণ, রিপাবলিকানরা এই দাবির পক্ষে ভোট দেবে না বলে ধারণা রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ১৯ শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়। এর আগে নিউইয়র্কের বাফালো শহরের আরেক ঘটনায় নিহত হয় ১০ জন। এ দুই ঘটনার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করার দাবিতে আমেরিকার পথে নামে জনতা।
Posted ২:১১ অপরাহ্ণ | রবিবার, ১২ জুন ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 |