শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ :নতুন প্রজন্মকে বাঙালি চেতনায় উজ্জীবিত রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | প্রিন্ট  

নিউইয়র্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ :নতুন প্রজন্মকে বাঙালি চেতনায় উজ্জীবিত রাখতে হবে

বক্তব্য দিচ্ছেন সারা যাকের। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খ্যাতনামা আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ এবং উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট অভিনেত্রী সারা যাকের সমস্বরে বললেন, বাস্তবতার সাথে তাল মিলিয়েই দেশ ও প্রবাসের নতুন প্রজন্মকে বাঙালি চেতনার সাথে ওতপ্রোতভাবে জড়িত করতে হবে। নারীদেরকে আরো বেশী বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ হবার সুযোগ তৈরী করতে হবে। ‘মুক্ত মানবিকতার সমবাদ-নগরে প্রান্তরে দেশে দেশান্তরে’ স্লোগানে ২৯ অক্টোবর শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে ‘সাংস্কৃতিক চেতনাবোধের সম্মিলনী’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার সহায়তায় জোটের কেন্দ্রীয় কমিটি।

এ সময় গত সেপ্টেম্বরে ঢাকায় কেন্দ্রীয় সম্মেলনে উত্তর আমেরিকা থেকে ৫ জনকে নির্বাহী কমিটির অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট সকলকে অভিবাদন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, ২৩ বছর আগে থেকে ‘সম্মিলিত সাংষ্কৃতিক জোট উত্তর আমেরিকা’কে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্তও করা হয় গত সম্মেলনে। এসব কারণে নিউইয়র্ক তথা কানাডা ও আমেরিকায় এই জোটের নবীন-প্রবীন সহযাত্রীরাও উল্লসিত ছিলেন।
উত্তর আমেরিকাস্থ জোটের সভাপতি মিথুন আহমেদের সভাপতিত্বে এ আলোচনায় আরো অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ হোসেন এবং মাহতাব সোহেল। আবির আলমগীরের সঞ্চালনায় প্রীতিভাষণ কালে আহকাম উল্লাহ বলেন, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় সংকট হচ্ছে মুক্তিযুদ্ধে অর্জিত অসাম্প্রদায়িক চেতনার দেশটি হঠাৎ করে মুসলামের দেশে পরিণত হচ্ছে। সেই বাংলাদেশটাকে যদি আবার আমরা বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আদিবাসী, পাহাড়িদের বাংলাদেশে না আনতে পারি, তাহলে ঐ বাংলাদেশটাতে আমরা থাকতে পারবো না। ঐ বাঙালির বাংলাদেশটাকে আনার জন্য আমাদেরকে সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে কাকে-সাম্প্রদায়িক দাঙ্গা, যে কোন অনাচার-অঘটন, সমস্ত কিছুতে প্রথম আক্রমণের শিকার হয় নারী, কারণ ওরা জানে যে, নারীরা এতটাই শক্তিশালী, নারী এমন দুর্গা, এই দুর্গাকে যদি প্রথমেই আঘাত করা না যায় তাহলে বাঙালির বিজয়কে কোনভাবেই থামানো যাবে না। বাঙালির বিজয় থামাতে হলে নারীকে থামাতে হবে, বাঙালি নারীকে থামাতে হবে। সেই কারণে হিজাব পরা তনুকে ধর্ষণের পর এমনভাবে হত্যা করা হয় যে, মাথার চুল টেনে চামড়াসহ উঠানো হয়। ইয়াসমীন একটা বোরখা পরা মাদ্রাসার মেয়ে, তাকে ধর্ষণ করার পরে সে শুধু অভিযোগ করেছিল। এরপর তাকে ঐ মাদ্রাসার পাশের কলাবাগানে তার গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মেরে ফেলেছে।

আহকাম উল্লাহ বলেন, বোরখা যখন পোশাক হিসেবে পরিহিত হয়-সেটি মেনে নিতে আপত্তি নেই। কিন্তু বোরখা যখন সমাজে এলিট শ্রেণীর প্রতিভ’ হিসেবে ব্যবহৃত হয়-তা মেনে নেয়া যায় না। বোরখার আড়ালে ধর্ম-ব্যবসায়ীরা জঘন্য কাজকর্ম করছে। ধর্মকে রাজনীতির হাতিয়ারে পরিণত করা হচ্ছে। এসবের বিরুদ্ধেও বাঙালি সংস্কৃতিকে জাগ্রত রাখতে হবে, উজ্জীবিত করতে হবে নতুন প্রজন্মকে।

সারা যাকের বলেন, সময়ের বিবর্তনে সাংস্কৃতিক জোটকে নতুন মোড়কে উপস্থাপন করতে হবে এবং তা শুরু হয়েছে আহকামের নেতৃত্বে। নতুন যারা-জয়িতা, ত্রপা, ইরেশ, তনিমা, এশা-সবাইকে যুক্ত করা। এ প্রজন্মকে যুক্ত না করলে আমরা যে আন্দোলনটা এতদিন করেছি, তা কোথায় যাবে। পরবর্তী জেনারেশন কীভাবে জানবে? তার পরিপ্রেক্ষিতে এখন নাটকের জগতে অনেকে সম্পৃক্ত হয়েছে। ওটিটি প্ল্যাটফরমে অনেক তরুনী কাজ করছেন। জনপ্রিয়তাও পেয়েছে অনেকে। এভাবেই নীতি-নির্ধরণীতে নারীদের আসতে হবে।
আলোচনার সময় উত্তর আমেরিকা জোটের প্রতিষ্ঠালগ্ন থেকে নিবেদিত কর্মীদের পরিচয় করিয়ে দেয়া হয়। এরমধ্যে ছিলেন লুৎফুন্নাহার লতা,এ্যানি ফেরদৌস, নিনি ওয়াহেদ, সেলিমা আশরাফ, মুজিব বিন হক, সালেক খান, আমাউদ-দৌলাহ, আশরাফুল হাসান বুলবুল,আবির আলমগীর, ফাহিম রেজা নূর প্রমুখ। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে দেশ ও প্রবাসের প্রজন্মকে সুসংগঠিত করার সংকল্প ব্যক্ত করেন সকলে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২১ অপরাহ্ণ | সোমবার, ৩১ অক্টোবর ২০২২

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার