
প্রতিদিন ডেস্ক | বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যত বেশি অনুশীলন তত বেশি উৎকর্ষতা সম্ভব। মুক্তিযুদ্ধ যেমন জয় করেছে, খেলাতেও পারবে বাংলাদেশ- এই মনোবল ধরে রেখেই এগিয়ে যেতে হবে’।
বুধবার (৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় মহিলা দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংবর্ধনা ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্পোর্টস ফর অল – আমরা এই নীতিতে বিশ্বাসী। জেলায় জেলায় স্টেডিয়াম হয়েছে। আগে স্টেডিয়ামে শুধু ক্রিকেট খেলা হতো। এখন স্টেডিয়ামে যাতে সব ধরনের খেলাধুলা করা যায় আমরা সে ব্যবস্থা করে দিচ্ছি। উপজেলাগুলোতে মিনি স্টেডিয়াম হচ্ছে’।
প্রধানমন্ত্রী বলেন, ‘শহরে ছেলে-মেয়ে মোবাইল ফোন-ট্যাব নিয়ে ঘরে বসে থাকে। এদিকে, অভিভাবকদের দৃষ্টি দেওয়া উচিত। পড়াশুনা তো করবেই। পাশাপাশি খেলাধুলাও করতে হবে। প্রতিটি স্কুলে খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে’।
Posted ২:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২
nypratidin.com | Nabil Nizam
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 |