
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ২১ জুন ২০২২ | প্রিন্ট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যুর খবর জানাল স্বাস্থ্য অধিদপ্তর। আর টানা দ্বিতীয় দিনের মতো দেশে আটশ’র উপরে নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিন নতুন ৮৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।
মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করে ৮৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এতে গত ১৭ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো দৈনিক শনাক্তের হার ১১ শতাংশ ছাড়িয়ে গেছে।
আগের দিন সোমবার (২০ জুন) এই হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৮৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
এদিকে, সোমবারও করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এর আগে গত ৩০ জুন সর্বশেষ মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
অন্যদিকে, নতুন শনাক্ত রোগী নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন। এর মধ্যে ২৯ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৮৪ জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।
Posted ৬:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |