স্পোর্টস ডেস্ক: | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে ফের শীর্ষ অবস্থান ফিরে পেয়েছে পাকিস্তান। ৮ দিনের মাথায় আবারও হারানো স্থান ফিরে পায় দলটি।
দ্বিপক্ষীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে পাকিস্তানকে হটিয়ে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। আর পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার কাছে হারায় নেমে গিয়েছিল তিনে, ভারত উঠে এসেছিল দুইয়ে।
তবে কাল দক্ষিণ আফ্রিকার কাছে ১২২ রানে হেরে সিরিজ খোয়ানোয় তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। ফলে শীর্ষস্থান ফিরে পেয়েছে পাকিস্তান।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯৪ পয়েন্ট নিয়ে যথারীতি আছে সাত নম্বর অবস্থানে। নিউজিল্যান্ড আছে ছয়ে। আট, নয় ও দশে আছে যথাক্রমে শ্রীলঙ্কা (৯২), আফগানিস্তান (৮০) ও ওয়েস্ট ইন্ডিজ (৮০)।

Posted ৪:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
nypratidin.com | Nabil Nizam







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

