
প্রতিদিন ডেস্ক | শুক্রবার, ০৩ জুন ২০২২ | প্রিন্ট
বসুন্ধরা চক্ষু হাসপাতালে অত্যাধুনিক অপথ্যালমিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাসহ দেশের চক্ষু রোগীদের চিকিৎসা সেবার মান আরও উন্নয়ন করতে চায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট। এ লক্ষ্যে প্রতিষ্ঠানে একটি অত্যাধুনিক অপথ্যালমিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।
৩ জুন সকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান অপথ্যালমিক ডায়াগনস্টিক সেন্টারটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি সেন্টারটির কার্যক্রম পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ. কে. শামিম, ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানি, বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহবুবুর রহমান (তুহিন), নাজমুল আলম ভুইয়া, মেজর মো. মাহবুবুল ওয়াদুদ (অব.), বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহারসহ বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বসুন্ধরার এ অপথ্যালমিক ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে ছানিজনিত রোগের অপারেশনে সঠিক পাওয়ারের লেন্স নির্ণয় নিখুঁতভাবে সম্ভব হবে। চোখের কর্নিয়া ও গ্লুকোমা রোগের ক্ষেত্রে অত্যাধুনিক পরীক্ষা নিরীক্ষা সম্ভব হবে। এছাড়া চোখের রেটিনা চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের অত্যাধুনিক পরীক্ষা করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান পর্যায়ক্রমে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের চিকিৎসা সেবা ও গবেষণার মান বাড়ানোর ওপর জোর দেন। নিজের পক্ষে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।
অপথ্যালমিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের মাধ্যমে রোগীদের আগের তুলনায় আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সালেহ।
Posted ৩:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুন ২০২২
nypratidin.com | Nabil Nizam
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |