মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবলকে বিদায় বললেন তেভেজ

স্পোর্টস ডেস্ক:   |   শনিবার, ০৪ জুন ২০২২ | প্রিন্ট  

ফুটবলকে বিদায় বললেন তেভেজ

দীর্ঘ দুই দশকের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ। তার অবসরের খবরটি নিশ্চিত করেছে শীর্ষ আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

লুজ আনিমেলস নামের এক অনুষ্ঠানে সাংবাদিক আলেহান্দ্রো ফান্তিনোর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে তেভেজ তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, ‘আমি অবসর নিয়েছি, এটা নিশ্চিত। অনেক জায়গা থেকে প্রস্তাব এসেছিল খেলার, তবে খেলোয়াড় হিসেবে আমার যা দেওয়ার ছিল, দিয়েছি।’

গত বছর করোনা পরবর্তী শারীরিক জটিলতায় পরলোকগমন করেছেন তেভেজের বাবা সেগুন্দো রাইমুন্দো। বাবাকে নিজের ‘এক নম্বর সমর্থক’ হিসেবে বর্ণনা করে তেভেজ বলেছেন, ‘সবাই আমাকে জিজ্ঞেস করেছে আমি কেন খেলা ছেড়ে দিচ্ছি, আমি তাদের বলেছি, আমি আমার এক নম্বর সমর্থককে হারিয়েছি, আর সেজন্যই আর খেলা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না।’

২০২১ সালে সবশেষ আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়রসের হয়ে মাঠে নেমেছিলেন তেভেজ। এরপর গত এক বছরে আর মাঠে ফেরেননি তিনি। অবশেষে দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানালেন এই আর্জেন্টাইন তারকা।

২০০১ সালে বোকা জুনিয়রসের হয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন তেভেজ। সে বছরই আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও অভিষেক হয়েছিল তার। আলবিসেলেস্তেদের হয়ে ২০০৬ এবং ২০১০ বিশ্বকাপে খেলেছেন, ২০১৫ সালে জাতীয় দল থেকে অবসরের আগ পর্যন্ত দেশের হয়ে ৭৬ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি।

ক্লাব পর্যায়ে শৈশবের ক্লাব বোকার হয়ে চার মৌসুম খেলার পর ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সে দুই মৌসুম কাটিয়েছিলেন তেভেজ। এরপরই লন্ডনের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে ইংলিশ ফুটবলে আগমন ঘটে তার। সেখান থেকে ২০০৭ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তেভেজ। ওল্ড ট্রাফোর্ডে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছিলেন বুয়েনস আয়ার্সে জন্ম নেওয়া এই আর্জেন্টাইন তারকা। ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও একটি করে চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন তিনি।

তেভেজ ইংলিশ ফুটবলের আলোচনার কেন্দ্রে পরিণত হন ২০০৯-১০ মৌসুমে, যখন প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম আলোচিত দলবদলের মাধ্যমে ম্যানচেস্টারের লাল থেকে নীলে পাড়ি জমান তিনি। ৪৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে ম্যানইউর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন তেভেজ। সিটিজেনদের হয়ে চার মৌসুমে ১৪৮ ম্যাচে ৭৩ গোল করেছিলেন তিনি, ২০১১-১২ মৌসুমে ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগও শিরোপাও জিতেছিলেন তিনি।

সেখান থেকে ২০১৩-১৪ মৌসুমে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিয়ে তাদের হয়েও গোলের ফুলঝুরি ছোটান তেভেজ, ৯৫ ম্যাচে বিয়াঙ্কোনেরিদের হয়ে ৫০ গোল করেছিলেন তিনি।

 

Facebook Comments Box
advertisement

Posted ১:২০ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার