প্রতিদিন ডেস্ক | শুক্রবার, ০৫ আগস্ট ২০২২ | প্রিন্ট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ অবতরণের পর রানওয়েতে আটকে পড়ে। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। এতে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ৪০ মিনিট বন্ধ থাকে।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটি ট্যাপিওয়েতে আসতে না পেরে রানওয়েতে আটকে থাকায় সন্ধ্যা ৭টা ১০ থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। এ সময় বিভিন্ন গন্তব্য থেকে শাহজালাল বিমানবন্দরে আসা দেশি-বিদেশি এয়ারলাইন্সের চারটি উড়োজাহাজ প্রায় ৪০ মিনিট আকাশে উড়তে থাকে।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ নম্বর ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর কী কারণে রানওয়েতে আটকে পড়ে, তা নিশ্চিত হওয়া যায়নি। কারিগরি সমস্যার কারণে সেটি আটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে যাত্রীদের কোনো সমস্যা হয়নি। রাত ৮টার পর বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন-অবতরণ ফের স্বাভাবিক হয়।

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ আগস্ট ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

