
স্পোর্টস ডেস্ক: | সোমবার, ০৮ আগস্ট ২০২২ | প্রিন্ট
লিওনেল মেসির ক্যারিয়ারজুড়ে অসংখ্য গোলের মধ্যে অন্তত ১০০টা রীতিমতো ফ্রেমেই বাঁধিয়ে রাখা যায়। তবে এমন সব গোলের পরও একটা বিশেষ গোল অধরাই রয়ে গিয়েছিল মেসির, বাইসাইকেল কিক থেকে একটা গোল। পিএসজির হয়ে নতুন মৌসুমের শুরুতেই সে আক্ষেপ ঘুচে গেছে তার। ক্লেহমোঁর বিপক্ষে তিনি জোড়া গোল করেছেন, যার দ্বিতীয়টি এসেছে বাইসাইকেল কিক থেকে।
শনিবার (৬ আগস্ট) রাতে ক্লেহমোঁকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। মেসি-নেইমারের উজ্জ্বল পারফরম্যান্স নজর কেড়েছে পুরো ফুটবল বিশ্বের। তবে আলোচনার কেন্দ্রে রয়েছে মেসির বাইসাইকেল কিক থেকে গোল। ম্যাচের শেষ দুই গোল আসে মেসির পা থেকে। দ্বিতীয় গোলটি আবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদোর একটি গোলের সঙ্গে তুলনা করা হচ্ছে। লিয়ান্দ্রো পারেদেসের উঠিয়ে দেওয়া পাসে বল বুক দিয়ে ঠেকিয়ে, গোলকিপারের মাথার ওপর দিয়ে বাইসাইকেল কিকের মতো শটে লক্ষ্যভেদ করেন মেসি।
ক্যারিয়ারে প্রথমবারের মতো ওভারহেড কিকে গোলের দেখা পেলেন মেসি। ‘খুদে ফুটবল জাদুকর’-এর এটি ক্যারিয়ারের ৭৭২তম গোল। সমানসংখ্যক গোলের মালিক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিকদের তালিকায় দুজনেরই অবস্থান এখন তৃতীয়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)-এর তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ক্যারিয়ার গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের মোট ক্যারিয়ার গোল ৮১৫টি। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রীয় কিংবদন্তি ইউসেফ বিকান; যার মোট গোলসংখ্যা ৮০৫টি। তালিকার তিনে অবস্থান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের (৭৬৭)।
Posted ২:১১ অপরাহ্ণ | সোমবার, ০৮ আগস্ট ২০২২
nypratidin.com | Nabil Nizam
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |