প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | প্রিন্ট

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতা আজিম উল্লাহ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড মৌলভী আনাসকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হল। সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ক্যাম্প-১৯ থেকে তাকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তিনি ক্যাম্প-১৯ এর ব্লক-ডি-৫ এর মৌলভী জকরিয়ার ছেলে। মামলাটির ১৪নং আসামি তিনি। ৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রোহিঙ্গা নেতা আজিম উল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে আনাস অনেকটা আড়ালে চলে যান। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তাকে ধরা হয়। তিনি এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে জানা গেছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে স্থানীয় থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৯ মে রাত ৮টার দিকে উখিয়া ক্যাম্প-৮ এ রোহিঙ্গা সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নিহত হন আজিম উল্লাহ। এসময় আরও দুইজন গুরুতর আহত হন। পরের দিন আজিম উল্লাহর স্ত্রী বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর গত ১১ জুন মামলাটির তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

Posted ১২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২
nypratidin.com | Sharif Khan







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

