
স্পোর্টস ডেস্ক: | সোমবার, ২০ জুন ২০২২ | প্রিন্ট
মেয়েদের টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় নাওমি ওসাকাকে দেখা যাবে না উইম্বলডনে। বাঁ পায়ের গোড়ালির গাঁটে চোটের কারণে প্রতিযোগিতাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।
ওসাকা এই চোট পান মাদ্রিদে। যে কারণে রোমে ডব্লিউটিএ ১০০০ ইভেন্টে খেলতে পারেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সপ্তাহে দেওয়া ভিডিও বার্তায় ওসাকা গোড়ালিতে অস্বস্তি বোধ করার কথা জানান। আর জানিয়ে দিলেন, চোটে আক্রান্ত হওয়ার কথা। তিনি বলেন, আমার গোড়ালি এখনও ঠিক হয়নি। তাই উইম্বলডনে আগামীবার দেখা হবে।
অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনে দুবার করে এককে চ্যাম্পিয়ন হওয়া ওসাকা সবশেষ গত ফরাসি ওপেন থেকে বিদায় নেন প্রথম রাউন্ডেই। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট উইম্বলডন শুরু হবে আগামী ২৭ জুন।
Posted ৪:০০ অপরাহ্ণ | সোমবার, ২০ জুন ২০২২
nypratidin.com | Nabil Nizam
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |