
বিশ্ব ডেস্ক | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
রাশিয়ায় ইউরাল অঞ্চলের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাশিয়ার ইউরাল অঞ্চলের ইজেভস্ক শহরের একটি স্কুলে গোলাগুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি অনলাইন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ইউরাল অঞ্চলের ইজেভস্ক শহরের ৮৮ নম্বর স্কুলে গোলাগুলির এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোলাগুলির পর স্কুল ভবন থেকে ছাত্র ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে
আরটি বলছে, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে স্কুলের বাইরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ইজেভস্ক শহর হচ্ছে রাশিয়ান রিপাবলিক অব উডমুর্তিয়া’র রাজধানী। শহরটিতে ৬ লাখ ৩০ হাজার লোক বাস করে।
Posted ২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |