রবিবার ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে পরমাণু কেন্দ্রের কাছে গোলাবর্ষণ, বাড়ছে বিপর্যয়ের শঙ্কা

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২৯ আগস্ট ২০২২ | প্রিন্ট  

ইউক্রেনে পরমাণু কেন্দ্রের কাছে গোলাবর্ষণ, বাড়ছে বিপর্যয়ের শঙ্কা

রুশ বাহিনীগুলো জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে নিপ্রো নদীর অপর পাড়ের ইউক্রেইনীয় শহরগুলোতে গোলাবর্ষণ করছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির আশপাশে গোলাবর্ষণ করা হচ্ছে, এমন খবরে তেজস্ক্রিয় বিপর্যয়ের আশঙ্কা যখন বেড়ে চলেছে তার মধ্যেই সেখান থেকে রুশ বাহিনী গোলাবর্ষণ করছে বলে অভিযোগ করলেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

অপরদিকে ইউক্রেনীয় বাহিনীগুলোর ছোড়া গোলা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাঙ্গণে পড়েছে বলে অভিযোগ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

মার্চেই ইউরোপ ও ইউক্রেইনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিল রুশ বাহিনী, তাদের তত্ত্বাবধানে ইউক্রেনীয় কর্মকর্তারাই এখনও কেন্দ্রটি পরিচালনা করছেন। আর এখন এটি ছয় মাস ধরে চলা ইউক্রেইন যুদ্ধে লড়াইয়ের একটি প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। সম্প্রতি কেন্দ্রটির কাছে গোলাবর্ষণের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক রোববার রাতে তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, রুশ বাহিনীগুলো এনেরহোদারে গোলাবর্ষণ করছে। ভিডিওতে দমকল কর্মীদের জ্বলতে থাকা কিছু গাড়ির আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেইনের প্রধান শিল্পকারখানা অঞ্চল দনবাসেও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে বলে সেখানকার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রবিবার নিজের রাত্রিকালীন বক্তৃতায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “আমাদের প্রতিরোধকারীদের পরবর্তী কার্যক্রমে দখলদাররা তাদের পরিণতি অনুভব করবে। আমাদের শহরগুলোতে আক্রমণ চালানোর প্রত্যেক সন্ত্রাসীকেই জবাব দিতে হবে। জাপোরিঝিয়া, অরিহিভ, খারকিভ, দনবাস- এর সবগুলোর জন্যই জবাব পাবে তারা।”

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করে রুশ বাহিনীগুলো; একে তারা প্রতিবেশী দেশটিকে ‘নব্যনাৎসী মুক্ত করতে’ চালানো ‘বিশেষ অভিযান’ বলে অভিহিত করে আসছে। ওই আক্রমণ থেকে শুরু হওয়া যুদ্ধ এখন প্রধানত ইউক্রেইনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চজুড়ে চলছে।

রবিবার ইউক্রেইনীয় বাহিনীগুলো জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে ফের গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির মুখপাত্র ইগর কোনোশেঙ্কভ জানিয়েছেন, ইউক্রেনীয় গোলন্দাজ বাহিনীর ছোড়া নয়টি গোলা বিদ্যুৎ কেন্দ্রটির প্রাঙ্গণে পড়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, “বর্তমানে সর্বক্ষণ কর্মরত থাকা প্রকৌশলীরা পারমাণবিক কেন্দ্রটির প্রযুক্তিগত অবস্থা পর্যবেক্ষণ এবং এর কার্যক্রম নিশ্চিত করছেন। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির এলাকায় বিকিরণ স্বাভাবিক পর্যায়ে আছে।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যর্য়ের ক্ষত বহন করা ইউক্রেইনে আরেকটি পারমাণবিক দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা বেড়ে চলেছে। জাপোরিঝিয়ার কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আয়োডিন ট্যাবলেট বিতরণ করে কোনো দুর্ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণ শুরু হলে কীভাবে এগুলো ব্যবহার করতে হবে তা শেখাচ্ছে।

ইউক্রেইনের পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি এনারহোয়াতোম জানিয়েছে, জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়ে নতুন কোনো তথ্য তাদের কাছে নেই।

Facebook Comments Box
advertisement

Posted ১:০০ অপরাহ্ণ | সোমবার, ২৯ আগস্ট ২০২২

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার