
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | বুধবার, ২৯ জুন ২০২২ | প্রিন্ট
নিউইয়র্ক স্টেট পার্লামেন্টে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ থেকে ৪ বাংলাদেশি বিজয়ী এবং আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমান ভোট পেয়েছেন। ২৮ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয় এ নির্বাচন। বাংলাদেশি প্রার্থীর কেউ কেউ ট্যাক্সি ভাড়া করেছিলেন ভোটকেন্দ্রে ভোটার আনা-নেয়ার জন্যে। অলি-গলি ছেয়ে যায় পোস্টারে। উৎসবের আমেজ পরিলক্ষিত হয় সর্বত্র। ডিস্ট্রিক্ট লিডার (পার্ট-বি)পদে মাজেদা উদ্দিনকে ডাকযোগে আসা ভোটের গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মঙ্গলবার গভীর রাতে নির্বাচন কমিশন সূত্র জানায়।
অপরদিকে, স্টেট কমিটিওম্যান পদে জামিলা উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট পদে সাবুল উদ্দিন, নূসরাত আলম, জ্যামি কাজী জয়ী হয়েছেন। জুডিশিয়াল ডেলিগেট পদে অপর প্রার্থী আহনাফ আলম সামান্য ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে। একই এলাকায় স্টেট অ্যাসেম্বলীম্যান পদে বর্তমানের এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিনকে চ্যালেঞ্জ দিয়ে মাত্র ১৫.৮৭% ভোট পেয়ে পরাজিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান মিজান চৌধুরী। ডিস্ট্রিক্ট লিডার (পার্ট-এ) আসনে ডেভিড ওয়েপ্রিনকে চ্যালেঞ্জ দিয়ে পরাজিত হয়েছেন শাহনেওয়াজ।
উল্লেখ্য, ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মূল নির্বাচন। তবে নিউইয়র্ক স্টেটের মোট ভোটারের ৭০% ডেমক্র্যাট হওয়ায় দলীয় প্রার্থী হিসেবে যারা মনোনয়ন পান তারাই বিজয়ী বলে ধরে নেয়া হয়। ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে স্টেট গভর্নর পদে বর্তমান গভর্নর ক্যাথি হকোলই জয়ী হয়েছেন। দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে বাংলাদেশি আমেরিকানদের উপস্থিতি আশাব্যঞ্জক ঘটেনি বলে মন্তব্য করে কম্যুনিটি লিডার গিয়াস আহমেদ এ সংবাদদাতাকে বলেন, ‘আপনার ভোট যাকে খুশী তাকে দিন-কোন আপত্তি নেই। প্রশাসন ও রাজনীতিতে ন্যায্য হিস্যা আদায়ের স্বার্থেই ব্যালট যুদ্ধে সকলের অবতীর্ণ হওয়া জরুরি। কারণ ভোটে যে কম্যুনিটি বেশী সবল, প্রশাসনে তাদেরই গুরুত্ব বেশী।’
Posted ১২:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুন ২০২২
nypratidin.com | Sharif Khan
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |