শুক্রবার ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে বাংলাদেশী উবার চালক মামুনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ | প্রিন্ট  

নিউইয়র্কে বাংলাদেশী উবার চালক মামুনের মৃত্যু

আলী আকবর মামুন। ছবি-সংগ্রহ।

কর্মরত অবস্থায় ২০ জুলাই সকালে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন উবার চালক আলী আকবর মামুন (৩৯)। চট্টগ্রামের রাউজানের সন্তান মামুন স্বপ্নের দেশ আমেরিকায় এসেছিলেন ২০০৬ সালে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকায় বসতি গড়েছিলেন।

পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ট্যাক্সি ড্রাইভিংকে। সদালাপি ও মিষ্টভাষী মামুনের ঘনিষ্ঠ নাজিমউদ্দিন এ সংবাদদাতাকে জানান, বছর দুয়েক আগে বাংলাদেশে নিজ এলাকায় গিয়ে বিয়ে করেন মামুন। স্ত্রী অপেক্ষায় ছিলেন নিউইয়র্কে এসে স্বামীর সাথে বসবাসের।
উত্তর আমেরিকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ আহসান হাবিব এ সংবাদদাতাকে জানান, ট্যাক্সিতে স্টিয়ারিং ধরে থাকাবস্থায়ই মারা গেছেন মামুন। পক্ষাঘাতে আক্রান্ত হবার সাথেসাথেই ম্যানহাটানের লেক্সিংটন এভিনিউ এবং ৫১ স্টিটে ট্যাক্সি পার্ক করার সুযোগ পেয়েছিলেন। এজন্যে মামুনের উবার অন্য কোন গাড়িকে ধাক্কা অথবা দুর্ঘটনা ঘটাতে পারেনি।
২২ জুলাই শুক্রবার জুমআর নামাজ শেষে ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার মসজিদে মামুনের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পরই রাতের ফ্লাইটে মামুনের লাশ চট্টগ্রামে পাঠিয়ে দেয়া হয় বলে জানান আহসান হাবিব।
কর্মরত অবস্থায় পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় উবারের ওপর কোন দায় বর্তাবে কিনা অর্থাৎ এই মৃত্যুর জন্যে কোন ক্ষতিপূরণ উবারকে দিতে হবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে আইনজীবীগণের সাথে আলোচনা চলছে বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে। আরো জানা গেছে, মামুন ছিলেন মা-বাবার একমাত্র পুত্র সন্তান। তার ৩ বোনের সকলেই থাকেন রাউজানে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার