নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ | প্রিন্ট

হুন্ডার ধাক্কায় ছিটকে পড়া মোটর সাইকেল পরীক্ষান করছেন তদন্ত কর্মকর্তারা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
হুন্ডা সিভিকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়লেন ৪৩ বছর বয়সী ড্রাইভার। সাথে সাথে তাকে নিকটস্থ নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হলেও জরুরী বিভাগের চিকিৎসকরা প্রানান্ত চেষ্টা করেও বাঁচাতে পারেননি।
হাসপাতাল ও পুলিশ সূত্রে এ সংবাদ জানা গেছে। নিউইয়র্কের ব্রঙ্কসের ক্লিয়ারভিউ এক্সপ্রেসওয়ে ধরে দ্রুত গতিতে উত্তর দিকে যাচ্ছিলেন এই মোটার সাইকেল আরোহী। মাথায় যথারীতি হেলমেটও ছিল। কিন্তু তবুও বাঁচতে পারেননি।
বেসাইড এলাকায় এক্সিট-ফোরের নিকটে ২৬ জুলাই মঙ্গলবার বেলা দেড়টায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মোটর সাইকেলের ড্রাইভার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পেয়েছিলেন। হুন্ডা সিভিকের ৩১ বছর বয়েসী ড্রাইভার অকুস্থলে দাঁড়িয়ে থাকায় পুলিশ তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোন পদক্ষেপ নেয়নি।
তবে তদন্তের পর যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। পথচারিরা জানান, হুন্ডা কারের দোন দোষ নেই। মোটর সাইকেলটি দ্রুত বেগে চলছিল এবং তা ঐ গাড়িতে আঘাত করেই দুর্ঘটনায় পতিত হয়।

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
nypratidin.com | Nabil Nizam







আর্কাইভ ক্যালেন্ডার
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||

