
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ | প্রিন্ট
নিউইয়র্কে বিএনপির আনন্দ-সমাবেশে বক্তব্য দিচ্ছেন আব্দুল লতিফ সম্রাট। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
কেয়ারটেকার সরকারের অধীনে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দুর্বার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হলো ১৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে বিএনপির এক আনন্দ সমাবেশ থেকে।
তারেক রহমানের সুপারিশে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অনুমোদনে বিএনপির নিউইয়র্ক স্টেট ও নিউইয়র্ক মহানগর উত্তর-দক্ষিণের আহবায়ক কমিটির তালিকা নিউইয়র্কে আসা উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। উল্লেখ্য, ১২ বছরের অধিক সময় যাবত যুক্তরাষ্ট্র বিএনপির কোন কমিটি নেই।
সেই শূন্যতা কাটিয়ে উঠতে বিকল্প হিসেবে নিউইয়র্ক স্টেট ও মহানগর কমিটি দেয়া হলো। ‘দুধের স্বাধ ঘোলে মেটানো’র মত অবস্থায় বিলুপ্ত কমিটির অধিকাংশ নেতা-কর্মী ছিলেন এ আনন্দ-সমাবেশে। এটির সঞ্চালনা করেন সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। এ সময় সম্রাট বলেন, সময়ের পরীক্ষায় উত্তীর্ণদের সমন্বয়ে ৩টি আহবায়ক কমিটির অনুমোদন দেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিলুপ্ত যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ বলেন, নতুন নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবাম করতে আমরা যথাসাধ্য সহায়তা দিয়ে যাবো। সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, এসব সংগঠনের নেতৃত্বে আমরা জাতিসংঘ, হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ করবো বেগম জিয়াকে মুক্ত করার জন্যে। শতাধিক নেতা-কর্মীর এ সমাবেশে বিপুল করতালির মধ্যে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি তিনটির শীর্ষ নেতাদেরকে পরিচয় করিয়ে দেন আব্দুল লতিফ সম্রাট।
এরা হলেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান এবং সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য সচিব বদিউল আলম, নিউইয়র্ক মহানগর উত্তর শাখার আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন এবং সদস্য সচিব ফয়েজ চৌধুরী।
নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, গোলাম ফারুক শাহীন, জসীম ভূঁইয়া, এম এ বাতিন, আবু সাঈদ আহমেদ, মাকসুদ এইচ চৌধুরী, জসিম উদ্দীন ভিপি, কাওসার আহমেদ, কাজী আসাদ উল্লাহ, জাহাঙ্গির আলম, নাসিম আহমেদ, আনিসর রহমান, বদরুল হক আজাদ, হুমায়ূন কবীর, আশরাফ হোসেন, মিয়া আলিম পাখী প্রমুখ। সমাবেশের সমাপ্তী ঘটে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ আগস্ট ২০২২
nypratidin.com | Nabil Nizam
আর্কাইভ ক্যালেন্ডার
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 |