সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে কুমিল্লা সোসাইটির অভিষেক উৎসব

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   সোমবার, ২২ আগস্ট ২০২২ | প্রিন্ট  

নিউইয়র্কে কুমিল্লা সোসাইটির অভিষেক উৎসব

উত্তর আমেরিকাস্থ কুমিল্লা সোসাইটির অভিষেক উৎসবে আমেরিকান স্বপ্ন পূরণে মূলধারার রাজনীতিতে জোরালোভাবে সম্পৃক্ততার উদাত্ত আহবান জানানো হয়। উৎসবের প্রধান অতিথি জেবিবিএর প্রেসিডেন্ট এবং মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘যুক্তরাষ্ট্রে মোট ভোটারের ২% এরও কম হলো জুইশ (ইহুদি) সম্প্রদায়ের লোক। অথচ কংগ্রেসের ৩৫% তাদের দখলে। অর্থাৎ ৪৩৫ জন কংগ্রেসম্যানের ১৫০ জনই জুইশ। একই হার ১০০ আসনের সিনেটেও। এ হিসাব অবিশ্বাস্য এবং জটিল বলে মনে হলেও তা মেলানো খুব সহজ। কারণ ভোটার হিসেবে তালিকাভুক্ত সকল জুইশ কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় তারা সকলেই সরব থাকেন অর্থাৎ পছন্দের প্রার্থীর নির্বাচনী তহবিলে চাঁদা দিতেও কার্পণ্য করেন না।’ ‘আর এ কারণেই জুইশরা শুধু যুক্তরাষ্ট্রের নেতৃত্বই নিয়ন্ত্রণ করেন না, সারাবিশ্ব তাদের নিয়ন্ত্রণে’, উল্লেখ করেন গিয়াস আহমেদ।

NY Cumilla Society Inaguration
গিয়াস আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশি আমেরিকান তথা দক্ষিণ এশিয়ানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও নির্বাচনী ময়দানে আমরা এখনও তেমনভাবে সরব হতে পারিনি। এ শূন্যতা কাটিয়ে উঠতে হবে সিটিজেনদেরকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে।’ গিয়াস উল্লেখ করেন, প্রবাস প্রজন্মকেও মার্কিন রাজনীতির সাথে যুক্ত হবার উৎসাহ জোগাতে হবে।
২১ অগাস্ট রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে কুৃইন্স প্যালেসে অনুষ্ঠিত ‘কুমিল্লা সোসাইটি’র নয়া কমিটির অভিষেক উপলক্ষে সর্বস্তরের প্রবাসীর বিপুল সমাগম ঘটেছিল। বক্তাদের অধিকাংশই নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিতি রাখার পাশাপাশি মার্কিন রাজনীতির সাথেও উতপ্রোতভাবে জড়িয়ে পড়ার আহবান জানিয়েছেন। পারিবারিক মূল্যবোধ জাগ্রত রেখে বহুজাতিক এ সমাজে নিজেদের অবস্থানকে সমৃদ্ধ করার পরামর্শও দিয়েছেন বক্তারা।

Cumilla Society Inauguration in NY

অভিষিক্ত কমিটির সভাপতি কাজী আসাদ উল্লাহ্র সভাপতিত্বে এবং অধ্যাপক মনির খানের সাবলীল উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘গেস্ট অব অনর’ হিসেবে কম্যুনিটি লিডার জসিমউদ্দিন ভিপি এবং মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারি এবং ডা. ইনামুল হক, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ আলী, সহ-সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ জহিরুল ইসলাম, বিদায়ী সভাপতি গোলাম মোহাম্মদ মহিউদ্দিন, সরোয়ার খান বাবু, মিয়া মুহম্মদ দুলাল প্রমুখ। বেলুন উড়িয়ে বিপুল করতালির মধ্যে উৎসবের আমেজে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজনীতিক ও ব্যবসায়ী হাজী জসীমউদ্দিন এবং শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতাগণের অন্যতম সরকার ইসলাম।

নতুন সভাপতি কাজী আসাদ উল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন কল্যাণমূলক সকল কাজে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্যে। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন কাজী আব্দুর রহিম মাস্টার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ইউনূস সরকার, জাহাঙ্গির আলম সরকার, কাজী তোফায়েল ইসলাম প্রমুখ।

শেষ পর্বে হৃদয় উজার করা গানে সকলকে আপ্লুত করেছেন কৃষ্ণা তিথি, আজগর আলিম, রিপন, দেলোয়ার এবং মিথিলা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ২২ আগস্ট ২০২২

nypratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর...

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের

নির্বাহী সম্পাদক : লাবলু আনসার